জাকির হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া নামক স্থানে ভেকু দিয়ে ফসলি জমির মাটি বিক্রি করায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১২ টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায় ও সালথা থানার পুলিশ উপস্থিত ছিলেন।
জানা যায়, উক্ত স্থানে জাফর মুন্সী, সাগর হোসেন ও মিজানুর শেখ নাম ব্যক্তিরা যোগসাজসে ফসলী জমির মাটি বিক্রি করে আসছিলো। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী এ অভিযান পরিচালনা করেন এবং তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী বলেন, ফসলি জমি হতে মাটি বিক্রয় করার খবর পেয়ে উক্ত স্থানে এ অভিযান পরিচালনা করা হয় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ধারায় জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে।