নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: ফরিদপুর-২ আসনের উপনির্বাচন উপলক্ষে সালথায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীর জন্য নৌকা মার্কায় ভোট চাইলেন জেলা আওয়ামী লীগের নেতারা।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে গট্টি ইউনিয়নের গট্টি মিয়া বাড়িতে ও সন্ধ্যায় সোনাপুর ইউনিয়নের জোগারদিয়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দুটি নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে তারা এ ভোট চান ।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীর উপস্থিতিতে সভায় আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে বর্তমান সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরেন নেতারা। পৃথক দুটি নির্বাচনী জনসভায়ই প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি শামিম হক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, সাবেক এমপি জুয়েল চৌধুরী, ফরিদপুর পৌর মেয়র অমিতাব বোস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, প্রবীন আওয়ামীলীগ নেতা তারা মিয়া, সাধারণ সম্পাদক ফকির মিয়া, নগরকান্দা উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া, যুগ্ন-সাধারন সম্পাদক সোহাগ খান, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, খন্দকার রেজাউর রহমান চয়ন, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজামান বাবু, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা ফরহাদ হোসেন, কৃষকলীগ সভাপতি সেলিম মোল্যা, সাধারন সম্পাদক আমিন খন্দকারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।