চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, সালথা: ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় রবিবার (১২ডিসেম্বর) দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুড়ালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। এরপর র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্তর থেকে শুরু হয়ে সালথা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। দিবসটি উপলক্ষে বিকালে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা জ্যাইকা কর্মকর্তা রিফাদ রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা আঃ হালিম মাতুব্বর, সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্যা প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউআরসি এর ইনসট্রাক্টর অশোক কুমার বিশ্বাস।
আলোচনা সভায় বক্তারা ডিজিটাল বাংলাদেশের নানামুখি উন্নয়ন কর্ম কান্ড তুলে ধরেন। আলোচনা সভা শেষে ডিজিটাল বাংলাদেশ নিয়ে চিত্রঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।