বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের সালথায় জাকের পার্টির ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাকের পার্টির উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সদরের কাউলিকান্দা স্কুল মাঠে এ জলসা অনুষ্ঠিত হয়। জলসা শেষে দেশবাসীর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতিত্বে ইসলামী জলসায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান জাদু মিয়া।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এনায়েত হোসেন, সালথা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, সাংগঠনিক সম্পাদক সোনা মিয়া, ওলামাফ্রন্টের সভাপতি নুরুদ্দীন মোল্যা, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খান, ছাত্রফ্রন্ট নেতা আবুল বাসার, সোহেল আহম্মেদ প্রমূখ।