চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, সালথা প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ফরিদপুরের সালথায় মদন হাজীর মেলা বন্ধ ও ১৪৪ ধারা জারি করেছেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ তাসলিমা আকতার।
বৃহস্পতিবার (১৭ ফ্রেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপট্টিতে মদন হাজীর মেলা প্রাঙ্গনে গিয়ে তিনি মেলা বন্ধ করেন। পরবর্তীতে স্থানীয়রা পুনরায় মেলার আয়োজন করার উদ্যোগ নিলে ১৪৪ ধারা করা হয়। এসময় মেলায় আগত দর্শনার্থীদের স্থান ত্যাগ ও দোকানীদের দোকানপাট বন্ধ করতে এ সময় বেঁধে দেন।
এসম তিনি মেলায় আগত দর্শনার্থী ও দোকানীদের উদ্দ্যেশ্যে বলেন অযথা কেউ মেলা চত্বরে ঘুরাঘুরি করবেন না। দেশে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাই সবাই মেলার প্রাঙ্গন ত্যাগ করেন। পাশাপাশি সবাই স্বাস্থ্য বিধি মেনে চলুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ তাসলিমা আকতার বলেন, আমি মেলা খবর পেয়ে সাথে সাথে ওসি সালথাকে অবগত করি। ওসি এসে মেলা ভেঙ্গে দেওয়ার জন্য বলে। পরবর্তীতে আমি নিজে উপস্থিত থেকে দোকান বন্ধ করিয়েছি।