নুরুল ইসলাম: ফরিদপুর-২ আসনের উপনির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদ্য প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে বিশাল শোডউন করেছে নেতাকর্মী-সমর্থকরা।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকাল ৫টা থেকে সালথা উপজেলা সদরে এ শোডাউন দেওয়া হয়। উপজেলার সকল ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল সহকারে অন্তত ২০ হাজার নেতাকর্মী শোডাউনে এসে যোগ দেন। শোডাউনটি একপর্যায় জনসমুদ্রে পরিনত হয়।
এ সময় নৌকার স্লোগানে মূখরিত হয়ে ওঠে সদরের বেশ কয়েকটি সড়ক। শোডাউন শেষে সদরের কাউলিকান্দা স্কুলে মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে বিপুল সংখ্যক নেতাকর্মী-সমর্থকদের শোডাউনের কারণে উপজেলা সদরের কয়েক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারন পথচারীরা কিছু সময়ের জন্য ভোগান্তীতে পড়েন।
সমাবেশে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, আ.লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. শফি উদ্দিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, প্রবীন আ.লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হাসান খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতারাসহ সকল ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তরা বলেন, রাস্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশারী করতে ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নেই। তাই আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত ঘরে ফিরবো আমরা- ইনশাল্লাহ।
সদ্যপ্রয়াত সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুতে সংসদীয় এ আসনটি শূন্য ঘোষনা করা হয়। আগামী ৫ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।