সালথা-নগরকান্দা প্রতিনিধি: ফরিদপুর-২ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে সালথায় বেশ কয়েকটি পথসভা করেন আওয়ামী লীগ মানোনীত নৌকার প্রার্থী সদ্য প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী। উপজেলার আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আজ শনিবার (১৫ অক্টোবর) সকাল ১১ থেকে দুপুর ১ টা পর্যন্ত ইউনিয়নের জয়কাইল, আটঘর, নলহাটি ও গৌড়দিয়া বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।
এসব পথসভায় উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আটঘর ইউপি চেয়ারম্যান শহীদুল হাসান খান সোহাগ, উপজেলা আ.লীগের আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা সাহাদত হোসেন, আটঘর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বরুন কুমার সরকার, আ.লীগ নেতা আবু সালেহ খসবু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওয়াসিম জাফর, আওয়ামী লীগ নেতা নিত্য গোপাল রায়, জলিল মাতুব্বর, হাদিস মিয়া, মো. শাহজাহান, শাহ আলম মোল্যা প্রমূখ।
পথসভায় আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট চান শাহদাব আকবর লাবু চৌধুরী। এ সময় উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার মা সাজেদা চৌধুরী যেভাবে আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন করেছে। নির্বাচিত হলে মায়ের মত আমিও সেভাবে আপনাদের পাশে থেকে উন্নয়ন করবো।