খায়রুল আলম রফিকঃ ময়মনসিংহে রেলওয়ে ষ্টেশনের পাশে পড়ে থাকা অসহায় নারী হনুফা (৪৫) পায়ে পঁচন ধরে অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন সাংবাদিক খায়রুল আলম রফিক। পা পঁচে গিয়ে সাদা একধরনের পোকা ধরেছে, এই অসহায় মায়ের পায়ে পঁচন ধরেছে, এতে জন্মেছে পোকা। পঁচা শরীরের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। শরীরের ছিন্ন কাপড়টি গায়ে জড়িয়ে ১৫ দিন ধরে পড়ে আছে ফুটপাতে।
এমন অবস্থায় মানবতার হাত বাড়িয়ে দিলেন, বাংলাদেশ মানবতা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং দৈনিক আমাদের কন্ঠ ও বিডি ২৪ লাইভের বিশেষ প্রতিনিধি সাংবাদিক খায়রুল আলম রফিক তিনি নিজ দায়িত্বে অসহায় হনুফাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
এ সংবাদ জানতে পেরে সকল চিকিৎসার ব্যবস্থা করলেন ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জজামান (পিপিএম)।
সিনিয়র সাংবাদিক খায়রুল আলম রফিক মানবতার ফেরিওয়ালা হিসাবে পরিচিত সাংবাদিক খায়রুল আলম রফিকের হাতের ছোঁয়ায় মিলেছে রেললাইনে পড়ে থাকা বৃদ্ধা মায়ের আশ্রয়, প্রতিবন্ধী শিশু ফিরে পেল বেদখল জমি, বিরল রোগাক্রান্ত শিশুর যন্ত্রণা জুড়িয়ে যায় তার মানবিক চেষ্টার প্রলেপে।
কক্সবাজারের নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফাসহ অগণিত অবহেলিত সাংবাদিক, সমাজের বিভিন্ন পর্যায়ের অবহেলিত, সুবিধা বঞ্চিত এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।
জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ির বাসিন্দা পঁচাত্তর বছর বয়সী জুলেখাকে তার সন্তানরা বাড়ি থেকে বের করে দেয়। অর্ধাহারে অনাহারে থাকা অবহেলিত জুলেখা বেগুনবাড়ি রেলস্টেশনে পড়ে থাকেন।
তার পাশে দাঁড়ান বাংলাদেশ মানবতা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ বনেকের সভাপতি সহ তিনি দৈনিক আমাদের কন্ঠ ও বিডি২৪লাইভের বিশেষ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক খায়রুল আলম রফিক, আশ্রয়স্থল হিসেবে থাকার ঘর ও ভরণ-পোষণের দায়িত্ব নেন তিনি।
দীর্ঘ ৮ বছর যাবৎ সমাজসেবা, মানবাধিকার ইত্যাদি বিষয় নিয়ে কাজ করছে বাংলাদেশ মানবতা ফাউন্ডেশন। সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করে সাংবাদিক খায়রুল আলম রফিক বলেন, আমরা চাই সমাজে দুস্থ-অসহায়, অবহেলিত মানুষদের মানবিক চোখে দেখা হোক।
তারা যেন কোনোভাবেই বঞ্চনার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দিতে হবে। তিনি আরও বলেন, অতীতেও আমি অসহায় মানুষের সেবায় মানুষের পাশে ছিলাম। বতর্মানেও আছি, আগামীতেও থাকব।