কর্মসূচির অংশ হিসেবে তারা শহরের ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ফরিদপুর জেলায় স্কুলের সামনে ব্যানার নিয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে সরকারকে ধন্যবাদ জানান। একই সাথে এসএসসি পরীক্ষার্থীদের ভালো করার প্রত্যাশায় ব্যানার প্রদর্শন করে।
এ ব্যাপারে কর্মকর্তারা জানান দীর্ঘদিন ধরে লকডাউন এর কারণে শিক্ষাঙ্গনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার থেকে পরিত্রান পাবার জন্য, এবং শিক্ষাঙ্গনে আগে সে লেখাপড়া পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারকে ধন্যবাদ জানাই।
একই সাথে এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা যাতে ভালো ফলাফল করতে পারে সে জন্যই তাদের এ আয়োজন।
তারা বলেন যারা সুবিধাবঞ্চিত তাদের জন্য অরোরা কোচিং সেন্টারের উদ্যোগে মাত্র এক টাকার বিনিময় ক্লাসে সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। ফ্রী অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে।
এছাড়া বিনামূল্যে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে এই প্রতিষ্ঠানে থেকে।
তারা বলেন কোচিং সেন্টার টা পরিচালনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজের কিছু ছাত্র ছাত্রী। এবং ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কিছু শিক্ষার্থী।
এসময় উপস্থিত ছিলেন তারেক জুবায়ের, আব্দুল্লাহ আল মামুন, জহের হোসেন, মোঃ আফজাল হোসেন, আব্দুর রহিম, আব্দুল্লাহ শিকদার, ও সাদমান রহমান। এরা সবাই শিক্ষার্থী এবং এই কোচিং সেন্টার এর সাথে জড়িত বলে জানান।