ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান (বিপিএম-সেবা) পুলিশ সুপার হতে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি হওয়ায় এবং ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামাল পাশা পুলিশ সুপার পদে পদোন্নতি হওয়ায় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ আজ সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে এক মত বিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল সহ ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।