বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এস.এম সরোয়ার হোসেন সন্টুর নিজ বাসভবনে সন্ত্রাসীরা হামলা, দুই রাউন্ড দরজায় ও এক রাউন্ড ফাঁকা গুলি করেছে।
গত (২৬ সেপ্টেম্বর) সোমবার সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের জয়দেবপুর এলাকার আব্দুস সামাদ শেখের পুত্র সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস.এম. সরোয়ার হোসেন সন্টুর নিজ বাড়িতে রাত অনুমান ১১.১৫ হতে ১১.২০ টার মধ্যে ভাইস চেয়ারম্যানের নিজ বসত বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের নিকট এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমি এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছি। এজন্য থানায় এজাহার দায়ের করেছি। ঘটনার সময় আমি সহ বাসায় অন্যান্যরা যার যার রুমে ছিলাম। আমি আমার ড্রয়িং রুমে টেলিভিশন দেখাকালীন সময়ে কিছু অজ্ঞাতনামা ব্যক্তি তার বাসার পশ্চিম পাশে বারান্দা সংলগ্ন দরজায় ০২ রাউন্ড গুলি বর্ষন করে। বুলেট ০২ রাউন্ডই দরজা ভেদ করে ভেতরে এসে পরে থাকে। এতে আমি এবং আমার পরিবারের সবাই আতংক হয়ে যাই। ২ রাউন্ড গুলি করার পর এক রাউন্ড ফাঁকা ফায়ার করে যেটা আমরা ঘর থেকে শুনতে পাই। কিছু সময় পরে আর কোন শব্দ না পেয়ে আমরা দরজা খুলে কাউকে দেখতে পাই না। তবে আমার বাসার সামনে পশ্চিম পাশে একটা ঘরে আমার গাড়ির ড্রাইভার এবং তার সা প্রতিবেশী একজন একই রুমে অবস্থান করছিলেন। যখন আমার বাসায় গুলি বর্ষন করে তখন তারা জানালা দিয়ে হেলমেট পরিহিত কিছু মানুষকে দেখতে পায়। কিন্তু চিনতে পারে নাই বলে জানায়। আতংকে তারাও ঘর থেকে বের হয় নাই। বেশকিছু সময় পর পরিস্থিতি শান্ত মনে হলে আমার বাসার ড্রয়িং রুমের ছোফার পাশে ০২ রাউন্ড গুলি এবং আমার বাসার উঠানে ১ রাউন্ড গুলির খোসা পাই।
ফরিদপুর কোতয়ালী থানার ওসি এম. এ জলিল হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনার কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে