লিয়াকত আলী লাভলুঃ ফরিদপুরের সদরপুর উপজেলার ৯ টি ইউনিয়নে কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে।
এদিকে সদরপুর উপজেলা প্রশাসনের তরফ থেকে বুধবার ৫ম ধাপের ( ৫ জানুয়ারি) নির্বাচন উপলক্ষে ৯ টি ইউনিয়নে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও বিডিপি মোতায়েন করা হয়।
এছাড়াও নির্বাচনী পুরো এলাকা জুড়ে নির্বাহী মাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা করা হয়।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী মাজিস্ট্রেট সহকারী কমিশনার জিয়াউর রহমান জানান, “নির্বাচন বেশ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে বিপুলসংখ্যক ভোটারদের উপস্থিতিই প্রমাণ করে ভোট দানের ভোটারদের উৎসাহ। ” সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ৯ টি ইউনিয়নের ৮৫ টি কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনের সদরপুরের নয়টি ইউনিয়নের মধ্যে ৩ টিতে নৌকা ৬ টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হন।
আকটের চর ইউনিয়নে আসলাম বেপারী নৌকা প্রতীক নিয়ে ৭০৪৯ ভোট পেয়েছেন। তিন ৩৬০৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন ।আবার চর মানাইর ইউনিয়নে বজলু মাতুব্বর নৌকা প্রতীক নিয়ে মোট ৫৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে ১নং চর-বিষ্ণুপুরে স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন, ২নং আকটেরচর নৌকা প্রতীকে আসলাম বেপারী, ৩নং নারিকেল-বাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন সরদার, ৪নং চর-নাছিরপুরে স্বতন্ত্র প্রার্থী রোকন উদ্দিন মোল্লা, ৫নং ভাষানচরে স্বতন্ত্র প্রার্থী শেখ গোলাম কাউছার, ৬নং কৃষ্ণপুরে নৌকা প্রতীকে আখতারুজ্জামান তিতাস, ৭নং সদরপুরে স্বতন্ত্র প্রার্থী কাজী জাফর, ৮নং চর-মানাইরে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম এবং ৯নং ঢেউখালী ইউনিয়নে নৌকা প্রতীকে মিজানুর রহমান বয়াতিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
উক্ত নির্বাচনে ৭১ জন চেয়ারম্যান পদে, ৩০৪ জন সাধারণ সদস্য পদে এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৮ জন অংশ গ্রহণ করেন।