নওগাঁ, প্রতিনিধিঃ শুক্রবার (২৪ জুন) সকাল সাড়ে ৮ টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী মোড় নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- নিয়ামতপুর উপজেলার পানিহারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলার বাদ নেহেন্দা গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন (৪৭), বেলকাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নিয়ামতপুর উপজেলার বিজলী গ্রামের বাসিন্দা মকবুল হোসেন (৫৮), উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ভাদরন্ড গ্রামের বাসিন্দা জান্নাতুন খাতুন (৩৫) এবং উপজেলার রামকুড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. লেলিন (২৬) এবং সিএনজি অটোরিকশার চালক নিয়ামতপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা সেলিম (৪৫)।
উল্লেখ্য, নওগাঁ- রাজশাহী মহাসড়কের বাবলাতলী মোড় নামক স্থানে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় শিকার হয়েছেন ৪ শিক্ষক। নিহত ৩ জন শিক্ষক ও গাড়ি চালকের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম বয়ছে। মৃতের পরিবারের লোকজন স্বজন হারিয়ে পাগল প্রায়। একসাথে এতজনের মৃত্যুতে শুধু স্বজনরাই নয় এলাকাবাসিরাও শোক প্রকাশ করেছে।