ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে বোয়ালমারীতে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে মা ও মেয়ে।
আজ বেলা দুইটায় ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাধীন শেখর ইউনিয়নের সশ্রাইল বাজারের পাশে কলিমাঝি রোডে ইটের ভাটার সামনে ট্রাক ও ভ্যানের সংঘর্ষে রূপপাত ইউনিয়নের টেংরাইল গ্রামের প্রবীর বিশ্বাসের স্ত্রী সুবর্ণ বিশ্বাস (৩০) এবং তার মেয়ে প্রত্যাশা বিশ্বাস (০৭) নিহত হয়।
প্রতক্ষদর্শীরা জানায়, নিহত মা ও তার মেয়ে ভ্যানযোগে যাচ্ছিল এ সময় দ্রুতগতিতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যায়।
এতে ভ্যানওয়ালা সামান্য আহত হলেও ভ্যানের যাত্রী দুইজন ঘটনা স্থলেই নিহত হন।
বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের উদ্ধার করেন এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করবেন বলে এ সংবাদ লেখা পর্যন্ত জানা গেছে।