নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলার ১১নং গেরদা ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) বিকেলে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক গোলাম মোঃ নাছির।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব মোঃ ইমান আলী মোল্যা।
কোতয়ালী থানা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ সেলিম শেখ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতয়ালী থানা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ মিঠু মিয়া।
এছাড়া বর্ধিত সভায় শ্রমিক লীগের জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে গেরদা ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গেরদা ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক জাহিদ হোসাইন, সদস্য সচিব মোঃ আরিফ হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়েছে।