নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: ফরিদপুর- ২ আসনের উপনির্বাচন উপলক্ষে সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীর বাড়িতে নির্বাচনী ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সদ্যপ্রয়াত সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী। বক্তব্যকালে তিনি বলেন, আমার মায়ের (সাজেদা চৌধুরী) উন্নয়নের ধারা আমি অব্যাহত রাখতে চাই। আমার মা যেভাবে আপনাদের পাশে ছিল, আমিও সেভাবে আপনাদের পাশে থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আমাকে নৌকা উপহার দিয়েছে। আর আমরা তাঁকে বিজয় উপহার দিবে। তাই আগামী ৫ নভেম্বর সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিন। নৌকা উন্নয়নের প্রতীক। নৌকার বিজয় সুনিশ্চিত করুন। সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে ওঠান বৈঠকে বক্তব্য রাখেন, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যুবলীগ নেতা আনিচুর রহমান, সৈয়দ আলী, নাইচ হোসেন প্রমূখ।