নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, বিএনপি সমাবেশের নামে সারাদেশে চাঁদাবাজি করছে। দেশে অস্থিরশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। কিন্তু তারা সফল হবে না। বিএনপির ষড়যন্ত্রকে প্রতিহত করতে আমরা শেখ হাসিনার সৈনিকেরা রেডি আছি। আগামী ১০ তারিখের ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারো নেই।
আজ সোমবার (২৯ নভেম্বর) বিকালে লাবু চৌধুরীর নিজ নির্বাচনীয় এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সদরের সালথা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে তাকে দেওয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা তাকে এই গনসংবর্ধনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে লাবু চৌধুরী আরো বলেন, আপনারা আমাকে আজ যে সংবর্ধনা দিলেন তা সারাজীবন মনে রাখবো। আমি আবেগে আপ্লুত হয়েছি। আমার মা সাজেদা চৌধুরীর মত যতদিন বেঁচে থাকবো, ততদিন আপনাদের পাশে থাকব- ইনশাল্লাহ।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠান মঞ্চে লাবু চৌধুরী আসন গ্রহণ করার পর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে আসতে থাকেন। একপর্যায় পুরো মাঠ কানায় কানায় ভরে যায়। এ সময় হাজারো নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পরে নেতারা পৃথকভাবে লাবু চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল হাসান খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক চৌধুরীর সাব্বির আলী, খন্দকার রেজাউর রহমান চয়ন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, শ্রমিকলীগ সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রাকিবুল হাসান জুয়েল, ছাত্রলীগ সভাপতি রায় মোহন, সাধারন সম্পাদক শাহিন আলম।