নওগাঁর নিয়ামতপুরে শেখ রাসেল প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার সরকারি হাই স্কুল মাঠে একদিনের শেখ রাসেল প্রিমিয়ার লীগ ২০২২ ক্রিকেট টুর্নামেন্টের এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন, খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্ট মন্ডলী সদস্য লুৎফর রহমান দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঈশ্বরচন্দ্র বর্মন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ আহম্মেদ, সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল, সাবেক উপ-সহকারী ইঞ্জিনিয়ার বজলুর রশিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, পাড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গেন্দা, শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও রসুলপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র, দপ্তর সম্পাদক সঞ্জিত কুমার দাস প্রমুখ।
আজকের কন্ঠ
নওগাঁ