
ফরিদপুর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের এম এ জি ওসমানী স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ কামাল অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় টানা দ্বিতীয় ম্যাচ জয়লাভ করেছে ফরিদপুর জেলা দল।
মঙ্গলবার প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ খেলায় তারা গাজীপুর জেলা দলকে ৬ উইকেটের ব্যবধানে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে গাজীপুর জেলা দল ১০৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে হামিদুল ৫২ রান করেন। ফরিদপুরের পক্ষে রাতুল ৩ এবং আবিদ সাঈম ২ টা করে উইকেট লাভ করেন। জবাবে ফরিদপুর জেলা দল ৪ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে।
দলের পক্ষে সাঈম সর্বোচ্চ ৫৩ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া ফাহিম ১৫ রান সংগ্রহ করে। গাজীপুরের পক্ষে হামিদুল দুই উইকেট সংগ্রহ করে। দলের ম্যানেজারের দায়িত্ব রয়েছেন অমরেশ সাহা। এবং দলীয় কোচ হিসেবে রয়েছেন তানভীর আহমেদ রাজিব ও সহকারি কোচ উত্তম সরকার।