নুরুল ইসলামঃ শিক্ষক ও অভিভাবকদের সম্মলিতভাবে শিক্ষার্থীদের শিক্ষার গুনগতমান উন্নত করার আহবান জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (এস্টেট ভূমি) যুগ্মসচিব মোহাম্মদ নুরুল ইসলাম।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ কমিটির সদস্য ও শিক্ষকরা যদি প্রতিমাসে গ্রামে গ্রামে গিয়ে অভিভাবকদের সঙ্গে ওঠান বৈঠক করেন, কর্মপন্থা নির্ধারণ করেন, তাহলে এলাকার শিক্ষার মান বৃদ্ধি পাবে। প্রতিটি এলাকায় মেধাবী শিক্ষার্থী তৈরী হবে। আগামীতে এসব মেধাবী শিক্ষার্থীরা আমাদের মত দেশ সেবায় কাজ করার সুযোগ পাবে। তখন শিক্ষক ও অভিভাবক উভয়ই গর্ববোধ করতে পারবেন।
আজ শনিবার (১৯ নভেম্বর) সকাল ১১ টায় ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন। যুগ্মসচিব মোহাম্মাদ নুরুল ইসলাম জয়ঝাপ উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি। তার বাড়ি বিদ্যালয়ের পাশে রঘুয়ারকান্দী গ্রামে। নুরুল ইসলাম আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছে। প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সব ধরণের উদ্যোগ নিয়েছে। যার ফল এখন দেশবাসী ভোগ করছে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিঙ্গার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মিরাজ আলী, পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোশাররফ তালুকদার, মাহবুব মাতুব্বর, চুন্নু মোল্যা, রোকন খান প্রমুখ।