মোক্তার হোসেন, পাংশাঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো) ও পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শিব শংকর চক্রবর্তী প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম ও পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) উত্তম কুমার, ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সভায় স্বাস্থ্যবিধি মেনে পাংশা সরকারী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উদযাপনে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়।