সোমবার (২৯ নভেম্বর) সকালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর পূর্বে বাবু মৃধার সাথে উজানচর ইউনিয়নের চরকর্ণেশন এলাকার আবুল শেখ ফজেরের মেয়ে সেতু (১৯) এর বিয়ে হয়। বিয়ের ৪ মাসের মধ্যে বাবু তার স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যায়। সে দৌলতদিয়া ঘাট এলাকায় কয়েক মাস ভাড়া বাড়িতে থাকলেও কিছুদিন ধরে শ্বশুর বাড়িতে থাকত।
বাবু মৃধার বাবা ইদ্রিস মৃধা জানান, রবিবার বাবু আমার বাড়িতে এসেছিল। রাতে আমরা একসাথে ভাত খাই। সে পুনরায় বাড়ি ফিরে আসবে বলে আমাকে জানায়। সোমবার (আজ) সকালে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসবে বলে রাতেই শ্বশুর বাড়িতে চলে যায়।পরদিন তার শ্বশুর বাড়ির পাশের এক লোক জানায় বাবু গলায় ফাস নিয়ে আত্মহত্যা করেছে।
তিনি বিষ্ময় প্রকাশ করে বলেন, বাবুর লাশ ঝুলন্ত ছিল না। একটা নিচু আম গাছের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দাড়িয়ে ছিল। সে আত্মহত্যা করতে পারে না। তার তো বাড়িতে ফিরে এসে আমাদের সকলের সাথে মিলেমিশে বসবাস করার কথা ছিল।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার এস আই মিজানুর রহমান জানান, রবিবার দিনগত রাত ১০ টার পর হতে সোমবার ভোর ৫ টার মধ্যে যে কোন সময় বাবুর এ অপমৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে সোমবার সকাল ৯ টার দিকে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। পরে ময়না তদন্তের জন্য লাশ রাজবাড়ীর মর্গে পাঠানো হয়। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।