নিজস্ব প্রতিবেদকঃ র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক কুষ্টিয়া জেলার সদর থানা এবং ফরিদপুর জেলার নগরকান্দা থানার পৃথক ০২ টি স্থান হতে বিপুল পরিমান ইয়াবা, ফেন্সিডিল এবং গাঁজাসহ ০৪ মাদক ব্যবসায়ী আটক
বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত গাঁজা, ইয়াবা, হেরোইন, মদ ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্যর প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি পেটের ভিতর করে বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেট এর একটি চালান নিয়ে ফরিদপুর-গোপালগঞ্জ গামী মহাসড়ক ব্যবহার করে মাইক্রো যোগে গোপালগঞ্জ জেলার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়ক এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৫ই নভেম্বর ২০২১ তারিখ বিকালে ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন জয় বাংলা মোড় এলাকায় ফরিদপুর-গোপালগঞ্জ গামী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করত অভিযান পরিচালনা করে ০১। মোঃ মারুফ হোসেন (২৪), পিতা-মোঃ জাকির হোসেন, সাং-উত্তর নামাজপুর, ০২। মোঃ ফিরোজ ফকির (৩৫), পিতা-আহম্মদ আলী ফকির, সাং-হরিণা গাজীপুর, উভয় থানা-পিরোজপুর সদর, জেলা-পিরোজপুরদ্বয়কে আটক করেন।
এ সময় তাদের হেফাজত হতে ৩২৮০ (তিন হাজার দুইশত আশি) পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কজে ব্যবহৃত ০৪টি সীমকার্ডসহ ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়। একই ভাবে অত্র ক্যাম্প আরো জানতে পারে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা হতে কতিপয় ব্যক্তি ইজিবাইক যোগে ফেন্সিডিল এবং গাঁজার একটি চালান নিয়ে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে রওনা করেছে।
উক্ত সংবাদ অবহিত হওয়ার পর ৫ই নভেম্বর ২০২১ইং তারিখ রাতে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর থানাধীন ১৩নং বারখাদা ইউনিয়নের বারখাদা মল্লিক পাড়া গ্রামস্থ কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সংলগ্ন মীরপুর টু কুষ্টিয়া মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করতঃ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ০১। মোঃ আরিফুল আসলাম (৩২), পিতা-মৃত আবতাব আলী, সাং-চৌড়হাস, ০২। কামিনী (৪০), স্বামী-মোঃ আজাদ সরদার, সাং-চৌড়হাস ফুলতলা, উভয় থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়াদ্বয়কে আটক করেন।
এ সময় আটককৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ২৯৬ (দুইশত ছিয়ানব্বই) বোতল ফেন্সিডিল, ০৪ (চার) কেজি গাঁজা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৪টি সীমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি ইজিবাইক এবং মাদক বিক্রিত ৬৫০০/- টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদ্বয়ের স্বীকারোক্তি থেকে জানা যায় যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী, তারা দীর্ঘদিন যাবৎ উক্ত ইজিবাইক যোগে মিরপুর টু কুষ্টিয়া মহাসড়ক ব্যবহার করে ফেন্সিডিল এবং গাঁজার চালান নিয়ে কুষ্টিয়া জেলার সদর থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।