এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা, একটি মোবাইল সেট ও মাদক বিক্রির ২ হাজার ৮০০ টাকা জব্দ করে র্যাব।
আটককৃতরা হলেন- চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার মৃত বাবর আলীর ছেলে নুর নবী (৬৫) ও তার স্ত্রী খালেদা বেগম (৪৫)। তারা চট্টগ্রাম- কুমিল্লা-চাঁদপুর রুট হয়ে গোপালগঞ্জ যাচ্ছিল।
বুধবার বিকেলে কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে, গোপন সংবাদ পেয়ে র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দলের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে বুধবার ভোর ৬টায় শরীয়তপুর হতে মাদারীপুরগামী মহাসড়কের আছমত আলী খান সেতুর টোল প্লাজার সামনে তল্লাশি অভিযান পরিচালনা করে ।এসময় ‘জিএস ট্রাভেলস’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।
র্যাব জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা গেছে, তারা স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরেই চাঁদপুর ঘাট ব্যবহার করে গোপালগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করত।
উদ্ধারকৃত গাঁজা ও অন্য আলামতসহ মাদারীপুর সদর মডেল থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।