নিজস্ব প্রতিবেদকঃ র্যাব-৮, সিপিসি-২, কর্তৃক ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আটক।
অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোঃ শেখ ইসরাইল আমিন এর নেতৃত্বে ০৫/০২/২০২২ তারিখ ১৭.১৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মেছরদিয়া গ্রামস্থ জনৈক মোঃ ছালেক শেখ (৬০) এর বসত বাড়ি হতে ০১। মোঃ লোকমান মল্লিক (২৪), পিতা- মোঃ নুরু মল্লিক, সাং- বনমালিদিয়া, থানা-মধুখালী, জেলা- ফরিদপুরকে আটক করেন।
এ সময় তার হেফাজত হতে ৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি সীম কার্ডসহ ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।