বিশেষ প্রতিনিধিঃ র্যাব-৮ বরিশাল (ফরিদপুর ক্যাম্প) এর বিশেষ অভিযানে ফরিদপুর জেলার ভাংগা থানায় ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানায় সংঘটিত ২টি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ০৬ জন আসামী গ্রেপ্তার।
র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি, ধর্ষণকারী ও খুনীদের বিরুদ্ধে আইনগতভাবে শক্ত অবস্থান নিয়েছে।
বাংলাদেশ আমার অহংকার স্লোগানে র্যাবের এই সমস্ত কর্মকান্ড দেশের সর্বস্তরের মানুষের কাছে ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
ফরিদপুর র্যাব-৮ এর কমান্ডিং অফিসার পরিচালক লেঃ কর্নেল মাহমুদুল হাসান (পিবিজিএম) পিএসসি, ফরিদপুর ক্যাম্প এর অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম (এস) পিসিজিএমএস, বিএন, স্কোয়াড কমান্ডার লুৎফর রহমানের উপস্থিতিতে প্রেস ব্রিফিংয়ে জানা যায়, র্যাব-৮, বরিশালের দায়িত্বপূর্ণ এলাকায় গত ০৩ নভেম্বর এবং ০৫ নভেম্বর যথাক্রমে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন দক্ষিণ উজানচর এলাকায় জমি সংক্রান্ত বিরোধে নাজির শেখ (৪৫) এবং ফরিদপুর জেলার ভাংগা থানাধীন কালামৃধা ইউনিয়নের দক্ষিণ কালামৃধা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে নবীন মাতুব্বর (১৫) নামের এক কিশোরকে দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করে।
এই দুইটি হত্যাকান্ড, জাতীয় ও স্থানীয়ভাবে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করে।
উক্ত সংবাদ অবহিত হওয়ার পর ফরিদপুর ক্যাম্প আসামীদের গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গত ০৯ নভেম্বর ২০২২ তারিখ ফরিদপুর জেলার ভাংগা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভাংগা থানার হত্যা মামলার অন্যতম প্রধান আসামী ফেলা মাতুব্বর (৪৮), পিতা-মৃত হাই মাতুব্বর, সাং-সাওথার, থানা- ভাংগা, জেলা- ফরিদপুরকে গ্রেফতার করে।
যা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর জেলার ভাংগা থানায় হস্তান্তর করা হয়।
পরবর্তীতে অব্যাহত অপারেশনের অংশ হিসেবে ১০ নভেম্বর ফরিদপুর ক্যাম্পের সার্বিক তত্তাবধানে র্যাব-১৪ এর সহযোগীতায় ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানা এলাকা হতে ভাংগা থানার হত্যা মামলার মূল আসামী ০১। ইমরান মাতুব্বর (২৫), পিতা-মৃত হাই মাতুব্বর, সাং-সাওথারসহ অন্যতম আসামী ০২। পারভেজ হাওলাদার (৩০), পিতা-শাহা হাওলাদার, সাং-উত্তর কালামৃধা, উভয় থানা-ভাংগা, জেলা-ফরিদপুরদ্বয়কে গ্রেফতার করে।
এছাড়াও উক্ত আভিজনিক দল ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গোয়ালন্দ থানার হত্যা মামলার আসামী ০১। মোঃ রোকন দেওয়ান (৪৫), পিতা-মৃত তারা দেওয়ান, ০২। জসিম দেওয়ান (২৮), পিতা-মোঃ রোকন দেওয়ান, ০৩। মোঃ সজিব দেওয়ান (২২), পিতা-মোঃ রোকন দেওয়ান, সর্ব সাং- দক্ষিণ উজানচর, নাছের মাতুব্বর পাড়া, থানা-গোয়ালন্দ, জেলা- রাজবাড়ীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ধৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।