আতিয়ার রহমানঃ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল পাকশী রেলওয়ে বিভাগের আওতাধীন রাজবাড়ী ও ফরিদপুরে রেলওয়ের জায়গা দখল করে দীর্ঘদিন যাবত গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। আর এই জাতীয় সম্পদ ভূ সম্পত্তি উদ্ধারে প্রতিনিয়তই অবৈধ স্থাপনা সফল উচ্ছেদ অভিযান পরিচালনা করতে দেখা যায় পাকশী রেলওয়ে বিভাগীয় কর্মকর্তাদের।
এরই ধারাবাহিকতায় গত ২রা ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা হইতে বিকাল ৪টা পর্যন্ত পাকশীর ডি আর এম আবু সুফিয়ানের মৌখিক নির্দেশনায় ফরিদপুর রেলওয়ে স্টেশন জামে মসজিদের দক্ষিনে প্রায় ২৫টি দোকান ঘর রেলওয়ের জায়গায় অবৈধভাবে স্থাপন করার চেষ্টা কালে একটি সফল অভিযান পরিচালিত হয়।
রাজবাড়ী রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের সাহসী ভূমিকা প্রায় ২ ফিট ইটের গাঁথুনি ভেঙ্গে ২০টি পরিবেশ বান্ধব গাছ রোপন করা হয়েছে।
পাকশী রেলওয়ে বিভাগের ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ এই প্রতিনিধিকে বলেন আমরা বিভিন্ন সূত্রে জানতে পারি ফরিদপুর স্টেশন সংলগ্ন জামে মসজিদের দক্ষিণ পাশে কে বা কাহারা রেলওয়ের জায়গায় দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের প্রস্তুতি নিয়েছে তারপর আমরা অবৈধ এই স্থাপনা উচ্ছেদে রাজবাড়ীর রেলওয়ে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার একটি সফল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আর এই অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তবে স্থানীয় বিভিন্ন সূত্রে গভীর অনুসন্ধানে জানা যায়, রাজবাড়ী ভূ সম্পত্তি বিভাগের কানুনগোর জোগসাজসে রেলওয়ের অনেক জায়গায় অবৈধ দখলের স্থাপনা গড়ে উঠেছে এর আগে একাধিকবার কানুনগো সাজেদুলের নামে স্থানীয় পত্র পত্রিকা সংবাদ প্রকাশ হয়েছে।