রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) বিকেলে ইউনিয়ন কৃষক লীগ কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মো. ফজলুর রহমানকে সভাপতি, মো. আব্দুল রশিদ মিয়াকে সহ-সভাপতি, মো. আব্দুস শুকুর মোল্লাকে সাধারণ সম্পাদক, অরুন কুন্ড ও মো. আব্দুস ছালাম মোল্লাকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. আবুল হোসেন মোল্লাকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
প্রধান বক্তা হিসেবে কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক বক্তব্য দেন।
বানীবহ ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক মো. আব্দুস শুকুর মোল্লার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ গোলাম মোস্তফা বাচ্চু, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী খান, রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক মো. আবু বক্কার খান, যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সি, রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল মামুন আরজু, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন আলাল, বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফালী আক্তার, বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা কাজী লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক ইউনুস আলী মোল্লা।
অন্যান্যের মধ্যে রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নেফাজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ, সহ-সভাপতি দেওয়ান মো. ফিরোজ, আব্দুল মতিন মিয়া প্রমুখ বক্তব্য দেন।