সোহাগ মিয়াঃ রাজবাড়ী জেলা বিএনপি নেতার জানাজায় মানুষের ঢল নেমেছে। বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ রোকন উদ্দিন চৌধুরীর জানাজা সম্পন্ন হয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজবাড়ী জেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দাদশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
রবিবার সকালে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ জানাজাতে বিএনপি নেতা কর্মীসহ শত শত মুসল্লিগণ অংশগ্রহণ করেন। বিএনপি নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তাকে শেষ বিদায় জানান।
এসময় রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক বিএনপি সমর্থিত এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বিএনপি সমর্থিত একজন রত্ন আমরা হারালাম। গতকাল ২৬ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে রণাঙ্গনের বীর এ মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেন।