1. news.ajkerkontho@gmail.com : Ajker Kontho : Ajker Kontho
  2. rjillur86@gmail.com : Jillur Rahman Russell : Jillur Rahman Russell
  3. sklablu6580@gmail.com : Lablu Shek : Lablu Shek
  4. multicare.net@gmail.com : আজকের কন্ঠ :
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
র‍্যাব-৮ ও র‍্যাব-১১’র যৌথ অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার মাহে রমজানে জেলা ভোক্তা অধিদপ্তর কর্তৃক বাজার তদারকি ফরিদপুরে মাংসের বাজারে ভোক্তা অধিদপ্তরের তদারকি ‘যতদিন এই বাংলায় পাখিরা ডাকবে; ততোদিন বঙ্গবন্ধুর মৃত্যু নেই” –সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ শিল্পীর চিকিৎসার সকল দ্বায়ভার গ্রহন করলেন: এমপি এবং সারমিন সালাম শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত মাদ্রাসা ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদে ৪ শিক্ষকের ওপর হামলা অভিযোগ আলোচিত ছাত্রলীগের সভাপতিকে বহিষ্কার কাজদিয়া সরকারী বিদ‍্যালয়ে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রবি ইজি লােডের প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

Rabiul Hasan Rajib
  • প্রকাশিত: বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
সত্য প্রকাশে নির্ভীক
নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিম  কাদের চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, ভাঙ্গা থানার এস আই আজাদ, জুয়েল, স্থানীয় ও উপজেলার সাংবাদিকবৃন্দদের উপস্থিতিতে ২৬ জানুয়ারি দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামাল পাশা জানান, রবি ইজি লােডের প্রতারক চক্রের ৪ সদস্য ভাঙ্গা থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
ফরিদপুর পুলিশ সুপার প্রত্যক্ষ দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ভাংগা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরীর সার্বিক তত্বাবধায়নে অফিসার ইনচার্জ ভাংগা থানার সার্বিক সহযােগিতায় এসআই (নিঃ)/মোঃ আবুল কালাম আজাদ সংগীয় অফিসার ও ফোর্সসহ গােপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানাধীন কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামের দেওড়া বিলের মাঝে খালের পূর্ব পাড়ে জনৈক লাকু হাওলাদার এর আবাদী জমির পাশে কথিত রবি ইজি লােড অফিসে ২৫/০১/২০২২ তারিখ রাত ০০.১৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ১। মোঃ রফিক মোল্লা (২৭), পিতা- লাল চাঁন, সাং- আটরা ভাসরা, ২। মােঃ মিন্টু ওরফে মন্টু (৩২), পিতা- মৃত হামেদ ওরফে হামিদ শেখ, সাং-সােনামুখীরচর, ৩। মােঃ মিলন (২৩), পিতা-মােহাম্মদ আলী, সাং-জাঙ্গালপাশা, ৪। মােঃ সােহেল (২৫), পিতা-সাহেব আলী, সাং-মিয়াপাড়া, সর্ব থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুরদের গ্রেফতার করেন। ঐ সময় ঘটনাস্থল হতে তাদের ০৩ (তিন) সহযােগী পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে বিভিন্ন কোম্পানীর এন্ড্রোয়েট ও বাটন ১৪ টি মােবাইল সেটসহ ৪২ টি সিম উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা সকলে ইয়াবা সেবী (মাদকাসক্ত) এবং দীর্ঘদিন যাবৎ তারা পরস্পর যোগসাজসে মােবাইল ফোনে বিশেষ এ্যাপস ব্যবহার করে নিজেদের রবি ইজি লােড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে, রবি ইজি লােড দোকানদারদের মােবাইল নম্বরে ম্যাসেজ পাঠিয়ে সু-কৌশলে রবি ইজি লােড মােবাইল দোকানদারদের কৌশলে পিন কোড জেনে নিয়ে তাদের এ্যাকাউন্টে থাকা রবি ইজি লোডের অর্থ প্রতারণামূলক ভাবে নিজেদের রবি ইজি লােড এ্যাপস-এ স্থানান্তর করে আত্মসাৎ করে আসছে।
আটক এই চক্রটি কয়েক মাস ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায় ও উপজেলার রবি ইজি লােড দোকানদারদের নিকট হতে অভিনব কৌশলে তাদের ব্যবহৃত মােবাইলে বিশেষ এ্যাপস ব্যবহার করে রবি ইজি লােডের দোকানদের অর্থ হাতিয়ে আসছিল। আটক আসামীদের স্বীকারােক্তি মতে ডােপ টেষ্টের জন্য তাদেরকে জেনারেল হাসপাতাল, ফরিদপুর এর জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ডােপটেস্ট করতঃ ডােপটেস্টের রিপাের্টে Amphetamin Positive বলে জানায়।
গ্রেফতারকৃত আসামী মােঃ সােহেল (২৫) এর বিরুদ্ধে ১। ফরিদপুর এর ভাংগা থানার এফআইআর নং-৩১/৩৬৫, তারিখ- ১৬ জুলাই, ২০১৮; ধারা- ৪০৬/৪২০/৪১৯ পেনাল কোড১৮৬০; ২। ফরিদপুর এর ভাংগা থানার এফআইআর নং-৩০/৩৪৯, তারিখ- ২৯ নভেম্বর, ২০১৬; ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/ ৩২৪/ ৩৭৯/ ১১৪/ ৫০৬/৩২৫ পেনাল কোড-১৮৬০; গ্রেফতারকৃত আসামী মােঃ মিলন (২৩) এর বিরুদ্ধে ১। ফরিদপুর এর ভাংগা থানার এফআইআর নং-২১/ ২৯৫, তারিখ- ১৯ ডিসেম্বর, ২০২০; ধারা- ২৩/২৪/৩০ ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮; ২। ফরিদপুর এর ভাংগা থানার এফআইআর নং-১৬/৪৯৭, তারিখ- ১৪ অক্টোবর, ২০১৯; ধারা- ২৩/২৪/৩০/৩৫ ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮; গ্রেফতারকৃত আসামী মােঃ মিন্টু ওরফে মন্টু (৩২) এর বিরুদ্ধে ১। মাদারীপুর এর মাদারীপুর সদর থানার এফআইআর নং-৩১, তারিখ- ২৫ অক্টোবর, ২০২১; ধারা- ২৩/২৪/২৬/৩০/৩৩/৩৫ ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮; ২। যশাের এর বেনাপােল পাের্ট থানার এফআইআর নং-১৬, তারিখ- ০৭ মে, ২০১৬; ধারা- ১১(৩) ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপাের্ট আদেশ; গ্রেফতারকৃত আসামী মােঃ রফিক মােল্লা (২৭) এর বিরুদ্ধে ১। মাদারীপুর এর মাদারীপুর সদর থানার এফআইআর নং-৩১, তারিখ- ২৫ অক্টোবর, ২০২১; ধারা- ২৩/২৪/২৬/৩০/৩৩/৩৫ ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮; বিজ্ঞ আদালতে বিচারাধীন অবস্থায় আছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং জিডিটাল নিরাপত্তা আইনে পৃথকভাবে ০২ টি মামলা রুজু করতঃ তাদের বিজ্ঞ আদালতে সােপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
error: Content is protected !!