শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোর্টারঃ রংপুর কলেজ শিক্ষার্থীদের আয়োজনে স্নেহা নার্সিং কলেজ লিমিটেডে বসন্ত বরণ/২০২২ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে রংপুর স্নেহা নার্সিং কলেজে, শিক্ষার্থীদের আয়োজনে বসন্ত বরণ/২০২২ অনুষ্ঠিত হয়। বসন্ত বরণ কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্নেহা নার্সিং কলেজ লিমিটেড এর চেয়ারম্যান মনোয়ারুল কাদির মাসুম বলেন রংপুরে স্নেহা নার্সিং কলেজ লিঃ হাঁটি হাঁটি পা পা করে একটা অবস্থানে পৌঁছে গেছে। এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে ও সবার দোয়ায় আজ এতো দূরে আসতে পেরেছি। ছাত্র ছাত্রী থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারীদেরকে আমি খুব ভালোবাসি। সকলে দোয়া করবেন সামনে স্নেহা নার্সিং কলেজ হাসপাতাল যেন আরো অনেক কিছু উপহার দিতে পারে রংপুরসহ সারা বাংলাদশের মানুষকে।
আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ আম্বিয়া পারভীন, শিক্ষিকা সুচিত্রা দাস, একাডেমিক কো অর্ডিনেটর কাজী মোঃ আতাউর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মানিক চন্দ্র সাহা, চীফ ফাইন্যান্স অফিসার শিমুল ইসলাম, হোষ্টেল সুপার তাসু পারভীন, অফিস সহকারী সমীর কুমার পাল, এমএলএসএস রওশনুল হক রাজুসহ অত্র কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।