নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মরহুম বেলায়েত হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সালথা উপজেলা যুবলীগের উদ্যোগে আজ সোমবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা যুবলীগের সভাপতি মো. খায়রুজ্জামান বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শামীম তালুকদার, সদস্য শওকত হোসেন মুকুল প্রমূখ।
বেলায়েত হোসেন এর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মুফতী মফিজুর রহমান।
গত ২০ নভেম্বর রবিবার রাত সাড়ে ৯ টার দিকে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুবলীগ নেতা বেলায়েত হোসেন।