নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর পৌরসভার গোয়ালচামট কসাইবাড়ি মোড় থেকে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন বাবুল সড়কের মাঝামাঝি যাবার সময়ে ছিনতাইকারীরা কুপিয়ে আহত করে ছিনতাই করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী।
৬ই মার্চ বিকেল ৫টায় এফজেড বাইকে চড়ে স্বামী-স্ত্রী যাবার সময় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
পৌরসভার পশ্চিম গোয়ালচামটের মৃত হান্নান মুন্সির পুত্র ইমার মুন্সি ও তার স্ত্রী বাড়ি ফেরার পথে কসাই বাড়ি মোড় সংলগ্ন হতে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন বাবুল সড়কে আসার সময় ৪-৫ জন যুবক মোটরসাইকেল গতিরোধ করে। এর মধ্যে একজন মোটরসাইকেলের চাবি নিতে গেলে, সে বাধা দেয়। এই সময় একটি ছেলে তার হাতে থাকা দেশীয় অস্ত্র (রামদা) দিয়ে কোপ দেয়, এতে তার বাম হাতে কোপ লাগে। সে সময় চিৎকার দিলে তারা দৌড়ে পালিয়ে যায়। আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা সেন্টারে ভর্তি রয়েছে।
এ বিষয়ে আহত ইমার জানান, হাতের কনিষ্ঠ আঙুল কেটে গেছে। ছিনতাইকারী দলের মধ্যে একজনকে চিনতে পেরেছি, তার ছদ্মনাম- শান্ত। সে একই এলাকার বাসিন্দা। আর বাকিরা ৩-৪ জন অপরিচিত। হামলার ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করছি। ঘটনার বিষয়ে মামলা দায়ের করার প্রস্তুতি নেয়া হয়েছে।