জিল্লুর রহমান রাসেলঃ বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা) নির্বাচন ২০২২ এ যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হওয়ায় রাজধানী ট্রেড ইন্টারন্যাশনাল ফরিদপুর শাখার পক্ষ থেকে এম টিপু সুলতানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের ডলসে ভিটা চাইনিজ রেস্টুরেন্টে রাজধানী ট্রেড ইন্টারন্যাশনাল ফরিদপুর শাখার আয়োজনে ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক কাজী গোলাম মোস্তফার সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সহ সভাপতি, বাংলাদেশ রিক্রুটিং এজেন্সিস ঐক্য পরিষদ এর প্রেসিডেন্ট ও রাজধানী ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী এম টিপু সুলতান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজধানী ট্রেড ইন্টারন্যাশনাল ফরিদপুর শাখার ব্যবস্থাপক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদপুর জেলা কমান্ডের সাধারণ সম্পাদক রুমন চৌধুরী।