ফরিদপুর প্রতিনিধিঃ মোহনা টিভি দর্শক ফোরামের উদ্যোগে প্রতিষ্ঠার শুভক্ষণে উৎসবে মাতি এই স্লোগানের মধ্য দিয়ে ফরিদপুরে মোহনা টিভির ১৩তম পূর্তি অনুষ্ঠান শুক্রবার বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত (যুগ্ন সচিব) অতুল সরকার।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান (পিপিএম সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইমদাদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল, ফরিদপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালিক মজুমদার, ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী (শংকর), ফরিদপুর প্রেসক্লাবের সদস্য ও জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার আহবায়ক গোলাম মোহাম্মদ নাছির, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব ইমান আলী মোল্লা, প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার পান্না বালা, ফরিদপুর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ননী গোপাল রায়, সাংগঠনিক সম্পাদক অজয় রায়, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম দত্ত প্রমুখ অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন মোহনা টিভি বাংলাদেশ স্যাটেলাইট জগতে একটা গুরুত্বপূর্ণ অবস্থান সৃষ্টি করেছে। শুধুমাত্র সংবাদই নয় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তারা দর্শকদের নজর করতে সক্ষম হয়েছে। পাশাপাশি মানসম্মত অনুষ্ঠান তৈরি করতে এই চ্যানেলটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সর্বোপরি দেশের বিভিন্ন স্থানের খবর সহ তাদের অনুষ্ঠানের মান দর্শকদের নজর কারতে সক্ষম হয়েছে বক্তারা এই চ্যানেলের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মোহনা টিভির জেলা প্রতিনিধি আশীষ পোদ্দার বিমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আশিষ পোদ্দার বিমানের কণ্যা বর্ষা পোদ্দার।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে কেক কাটা ওপরে একটি শোভাযাত্রা বের করা হয়।