
চরভদ্রাসন প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ভুবনেশ্বর নদীর লোহারটেক কোল ও মৌলভীরচর জাকেরেরশুরা এলাকার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে আড়াআড়ি বাঁধ, ভেসাল ও জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।
শুক্রবার সকাল ১১টা হতে বিকেল ৩টা পর্যন্ত লোহারটেক কোলের (ভুবনেশ্বর নদীর) বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা।
এ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক অমীয় চক্রবর্তী ও আনসার সদস্য বৃন্দ।
অভিযানে একটি আড়াআড়ি বাঁধ,পাঁচ টি ভেসাল উচ্ছেদ ও দুটি জাল জব্দ করে পরিষদ চত্বরে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। নদী বা কোলে আড়াআড়ি বাঁধ দেওয়া সম্পূর্ন অবৈধ উল্লেখ করে উপজেলা নির্বাহী আফিসার তানজিলা কবির ত্রপা বলেন ‘বর্ষা মৌসুম শুরুর আগে লোহারটেক কোলের বিভিন্ন স্থানে ইতিপূর্বেও অভিযান চালিয়ে কয়েকটি আড়াআড়ি বাঁধ ও ভ্যাসাল উচ্ছেদ করা হয়েছে।
মাছের বংশ বিস্তার ও বিভিন্ন জলাশয়ে অবাধ বিচরনের সুবিধার্থে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য গত ২২ জুন বিভিন্ন গনমাধ্যমে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার লোহারটেক কোলে অবৈধ ভাবে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকার করায় বাধাগ্রস্থ হচ্ছে মাছের বংশবিস্তার এমন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের দুই দিন পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসায় শুক্রবার প্রায় সারা দিনব্যাপী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর অভিযান চালিয়ে আড়াআড়ি বাঁধ ও ভেসাল উচ্ছেদ করেন।
মোঃমুস্তাফিজুর রহমান
চরভদ্রাসন (ফরিদপুর)।