
ইনামুল খন্দকার: ফরিদপুরের মধুখালী উপজেলায় মেগচামী কমিউনিটি ক্লিনিক পরিচালনা রক্ষাণাবেক্ষণ ও গরীব মুমূর্ষু রোগীদের চিকিৎসার্থে তহবিল সংগ্রহে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ নভেম্বর ) মধুখালী উপজেলার মেগচামী কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। মেগচামী কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির আয়োজনে এই মতবিনিময় সভা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার (আর, এম, ও) ডা. কবির সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবিরউদ্দিন শেখ সাব্বির।
অনুষ্ঠানটি মেগচামী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য সুভোধ পালের সভাপতিত্বে ও সেভ দ্যা চিলডেন এর উপজেলা প্রতিনিধি মাহামুদুল হাসানের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, মেগচামী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাওঃ আবুল খায়ের, মেগচামী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সামসুল আলম খাঁন বুলবুল, মেগচামী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক হাজেরা খাতুন, মেগচামী ইউনিয়নের (এফপিআই) বুলবুল আহম্মেদ, মেগচামী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম, দাতা সদস্য আবু সাঈদ শেখ এছাড়াও মেগচামী ইউনিয়নের ( সি এইচ সি পি) পলি শিকদার, ( এইস এ) সুবর্ণা, (এফ ডাবলু এ) শাহিনা সুলতানা প্রমুখ।