১১ই মে বুধবার সকাল ১০ টার দিকে শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়।
উক্ত ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনের মাধ্যমে দুইজন প্রতিদ্বন্ধিতা করেন। এর মধ্যে একজন সভাপতি পদে নির্বাচিত করার জন্য এ ভোট অনুষ্ঠিত হয়।
কমিটির অন্যান্য সদস্যের মধ্যে শিক্ষক প্রতিনিধি হিসাবে মোঃ ওয়াহিদুজ্জামান, তাপস কুমার সরকার ও রায়হানা খন্দকার। অভিভাবক সদস্য মোঃ খোকন মিয়া, মোহাম্মদ নজরুল ইসলাম, মোঃ শেখ জাফর, শেখ আব্দুল কুদ্দুস।
নির্বাচনে সার্বিক দায়িত্ব পালন করেন ফরিদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য সঞ্জীবন সাহা, মুন্সীর বাজার উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক দিলীপ কুমার পাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জগজীবন সাহা, ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর আঃ রাজ্জাক, মোঃ শহিদ মাতুব্বর, ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোবিন্দ চন্দ্র শীল সহ সকল শিক্ষক, শিক্ষিকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক- শিক্ষিকাবৃন্দ নবগঠিত কমিটির সভাপতি ইমান আলীকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন।
নবগঠিত কমিটির সভাপতি ইমান আলী বলেন, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই বিদ্যালয়ের শিক্ষার মান সুষ্ঠু পরিবেশ এবং বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।