
ফরিদপুর প্রতিনিধিঃ অবশেষে মাঠে গড়াচ্ছে মুজিব বর্ষ ক্রিকেট লিগ। যদিও তা হবে ২০১৯-২০২০ এর ক্যালেন্ডার অনুযায়ী। এতে ওই বছরের ক্যালেন্ডার অনুযায়ী ক্রিকেট লিগের খেলা গুলো অনুষ্ঠিত হবে।
রবিবার রাতে জেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ক্রিকেট কমিটির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টারের সভাপতিত্বে এ সভায় ক্রিকেট কমিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয় এ মাসের ২৮ তারিখে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ শুরু হবে। এছাড়া আগামী মাসের ৩ তারিখে প্রথম বিভাগ ক্রিকেট লীগ অনুষ্ঠিত হবে।
প্রথম বিভাগ ক্রিকেট লীগ এর ১০ টি দল অংশগ্রহণ করবে। দলগুলি হচ্ছে, ক গ্রুপে নগরকান্দা ক্রিকেট ক্লাব, টিকে স্পোর্টস, সন্টু স্মৃতি সংঘ, লক্ষ্মীপুর ক্রীড়া সংস্থা, নতুন প্রজন্ম ক্রিকেট ক্লাব।
অন্যদিকে খ গ্রুপের গুলি হল তারার সংঘ জুনিয়র, মধুখালী ক্রিকেট ক্লাব, ইয়াং টাইগার্স ক্রিকেট ক্লাব, লিভারপুল ও ইডেন ক্লাব।
প্রতিযোগিতায় শুধুমাত্র প্রথম বিভাগ ক্রিকেট লীগ এর উদ্বোধনী খেলার কথা ঘোষণা করা হয়েছে এটা মোকাবেলা করবে নগরকান্দা ক্রিকেট ক্লাব বনাম টি কে স্পোর্টস । প্রত্যেকটি ম্যাচ ৪০ ওভারে অনুষ্ঠিত হবে।
এছাড়া দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ এর তারিখে মাসের ২৮ তারিখে ঘোষণা হলেও পরবর্তীতে দ্বিতীয় বিভাগের দলগুলোকে নিয়ে একটা মিটিং এর মাধ্যমে অংশগ্রহণকারী দলগুলোর খেলা ও ফিকচার জানিয়ে দেয়া হবে। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ এর সবকটি খেলা হবে শহরে রাজেন্দ্র কলেজ মাঠে। এর পরপরই কোয়ালিফাইং ক্রিকেট লিগের খেলাগুলো অনুষ্ঠিত হবে।