নওগাঁর নিয়ামতপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন, নিয়ামতপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ান।
বৃহস্পতিবার (৪ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন ইউএনও।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, সুভাষ কান্ত সরকার, নিয়ামতপুর উপজেলার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জনি আহমেদ প্রমুখ।
এ সময় ইউএনও ফারুক সুফিয়ান বলেন, দেশের গৌরবময় মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। বঙ্গবন্ধুর মুক্তি সংগ্রামের আহবানের ছবি, পাক সেনাপতির আত্মসমর্পণের ছবি। এছাড়া স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন শ্রেণী পেশার মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ অবদান ছিল।
আজকের কণ্ঠ
নওগাঁ