নিরঞ্জন মিত্র নিরুঃ ফরিদপুর মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ কাজের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
(২৮ আগষ্ট) রবিবার সকাল সাড়ে ১০ টায় শহরের রাজবাড়ী রাস্তার মোড় স্থানে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে নব-নির্মিত এই মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধ নির্মাণ কাজের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।
মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায়, ২০২২-২৩ অর্থ বছরে এই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণ কাজের সমাপ্তি হবে। যার নাম হবে ”বঙ্গবন্ধু টাওয়ার” এর উচ্চতা হবে ৫০ ফুট।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী কে. এম. ফারুক হোসেন এর সভাপতিত্বে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, জেলা শ্রমিক লীগের আহবায়ক গোলাম মোঃ নাছির, কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শামীম তালুকদার, এলজিইডির সহকারী প্রকৌশলী চিন্ময় প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রকৌশলী মোহাঃ আলমগীর কবির, উপ-সহকারী প্রকৌশলী এ কে এম সামছুল আলম সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানের আগে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।