লিয়াকত আলী লাভলুঃ ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী আসলাম বেপারী শপথ অনুষ্ঠানের পরে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে নবনির্বাচিত ইউপি সদস্য সংরক্ষিত মহিলা সদস্য দের নিয়ে ইউনিয়ন পরিষদের উঠলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে স্বাগত বক্তব্যে বলেন দীর্ঘদিন ধরে আমি জনগণের সাথে আছি কিছু কুচক্রী মহলের কারণে গত নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে আমি হেরে যাই কিন্তু আমি গত পাঁচটি বছর জনগণের পাশে ছিলাম যার প্রতিদান মুরুব্বিদের দোয়ায় আজ আমি বিপুল ভোটে বিজয়ী হয়েছি এ বিজয় আকর ইউনিয়নের স্মরণীয় হয়ে থাকবে । এ বিজয় আমার নয় এটা আকট বাসির বিজয়। তাই আপনাদের কাছে আমার অনুরোধ বিজয় অর্জন করা সহজ কিন্তু সেই বিজয় কে ধরে রাখা অনেক কষ্টকর আপনারা আমার সাথে থাকলে আমি এই যে মূল্যায়ন পেয়েছি তার প্রতিদান দেওয়ার জন্য সর্বদা আপনাদের পাশে থাকব। তবে আমাদের সতর্ক থাকতে হবে এখনো কিছু কুচক্রী মহল আমাদের পিছে লেগে আছে তারা এখন নানা ধরনের পায়তারা করছে আমাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করছে। আমি খাতা কলমের আওয়ামী লীগ করি না আমি হৃদয় দিয়ে আওয়ামী লীগ করি তাই আজ যারা বড় গলায় আওয়ামীলীগের কথা বলে তাদের নিজেদেরই কোনো বৈধতা নেই। যারা এবারের নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে নির্বাচনের মাঠে কখনো তাদেরকে খুঁজে পাওয়া যায়নি তাই যারা প্রকৃতপক্ষে মন থেকে নৌকাকে ভালোবাসে নৌকার আদর্শ বুকে লালন করে আমি তাদের সাথে মিশেছি আমার জনগণের প্রত্যাশা পূরণে আমাকে তাদের সাথেই থাকতে হবে তা না হলে আমি আকট বাঁশির স্বপ্ন পূরণ করতে পারব না।
আকট বাসীকে একটি সুন্দর মাদক ও সন্ত্রাস মুক্ত ইউনিয়ন দিতে পারবোনা। তাই যার সাথে থাকতে হবে আমি তার সাথেই থাকব। আমি নৌকাকে ভালোবাসি প্রধানমন্ত্রী শেখহাসিনা যাকে নৌকা দিবেন আমি তার সাথেই থাকবো। আপনার আমার শক্তি আপনারা আমার পাশে থাকবেন আমি কোন কুচক্রী মহলকে পরোয়া করি না। আপনাদের সেবা করে বাকিটা সময় আপনাদের নিয়ে থাকতে চাই এই প্রত্যাশা করে বক্তব্য শেষ করেন।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে ইউনিয়নের মুরুব্বীরা যারা নৌকাকে বিজয় করতে আসলাম ব্যাপারীর সাথে মাঠে থেকেছেন তারা সকলেই উপস্থিত ছিলেন।