নিরঞ্জন মিত্র নিরুঃ ফরিদপুর জেলা পর্যায়ে মা ও শিশু সহায়তা কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, (২৫ সেপ্টেম্বর) রবিবার দুপুর ১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে, অবহিতকরণ সভার জুমের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সালেহা বিনতে সিরাজ, ফরিদপুর সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রজ্ঞন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ তাসলিমা আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ জিয়াউল হক, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ. এস. এম. আলী আহসান, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন। তিনি, মা ও শিশু সহায়তা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
এসময় জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র কার্যক্রমের জীবনচক্রভিত্তিক সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় মাতৃগর্ভ থেকে শুরু করে শিশুর জীবনের প্রথম গুরুত্বপূর্ণ শিশুর পুষ্টি চাহিদাপূরণ, শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সাহায্য করবে। এছাড়া মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাস, অসুস্থ শিশুর সংখ্যা কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মূলত এ কার্যক্রম মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।