নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর বর্ধিত পৌরসভার ২৭নং ওয়ার্ডের মুন্সির বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ ওয়ার্ডের দুইশত পঞ্চাশ জন দুঃস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
২০০০ সন থেকে “মানুষ মানুষের জন্য” স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয়েছে। এ সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ৭ই জানুয়ারী ২০২২ শুক্রবার বিকেলে ২৭নং ওয়ার্ডের বাসিন্দা দুইশত পঞ্চাশ জন দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
“মানুষ মানুষের জন্য” (একটি অরাজনৈতিক, সমাজ কল্যাণ ও স্বেচ্ছাসেবী সংগঠন) এর সভাপতি মোঃ জাহিদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শামীম হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোঃ নাসির, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্যসচিব আলহাজ্ব ইমান আলী মোল্লা, ফরিদপুর পৌরসভার ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাক।
এ সময় উপস্থিত ছিলেন ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর চামেলী আক্তার, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সুমন হক, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর মানিকসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন “মানুষ মানুষের জন্য” স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান জ্যামী।