রকিবুজ্জামান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটির উদ্যোগে মাদারীপুরের প্রয়াত সাংবাদিকদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটির অস্থায়ী কার্যালয়ে বৃহস্পতিবার বাদ মাগরিব এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটির সভাপতি শফিক স্বপন এর সভাপতিত্বে দৈনিক আল মুজাদ্দেদ পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি মরহুম মোঃ ফারুক খান চুন্নু, দৈনিক দিনকাল পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি মরহুম আলী আকবর খোকা ও দৈনিক ইনকিলাব পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি মরহুম ফোরকান আহমেদ এর স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আঃ মান্নান লস্কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটির উপদেষ্টা ও দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ইয়াকুব খান শিশির, উপদেষ্টা ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি মনির হোসেন বিলাস, উপদেষ্টা ফায়জুল শরীফ, চ্যানেল আই এর মাদারীপুর জেলা প্রতিনিধি রাহাত হোসাইন।
দোয়া মাহফিল ও স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটির সহসভাপতি মীর ইমরান, সাধারণ সম্পাদক মাসুদ হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজল খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুন, দপ্তর ও প্রচার সম্পাদক রকিবুজ্জামান, কোষাধ্যক্ষ তাজুল মাতুব্বর, সমাজসেবা সম্পাদক নাসিরউদ্দিন নাহিদ, মহিলা বিষয়ক সম্পাদীকা লাকী আক্তার, কার্যকরী সদস্য প্রিন্স মাহমুদ সবুজ, আব্বাস উদ্দিন, আতিক হাসান, জাহাঙ্গীর হোসেন আদর প্রমুখ।
মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটির উপদেষ্টা মনির হোসেন বিলাস বলেন, “আমরা মাদারীপুর জেলার সকল সাংবাদিক ভেদাভেদ ভুলে একসাথে চলতে চাই। আর এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আজ জেলার প্রয়াত সাংবাদিকবৃন্দের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করায় মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটির সদস্যদের আমি ধন্যবাদ জানাই।”