রকিবুজ্জামান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের র্যাব-৮ কর্তৃক ১০ কেজি ৭০০ গ্রাম গাজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব ৮ সূত্রে জানা যায়,মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে ১১ ডিসেম্বর রাত সাড়ে ১১ টার দিকে মাদারীপুরের শিবচর থানার খাড়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে মোঃ সোহেল শেখকে (৩৬) কে ১০ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করে।
এসময় আটককৃত আসামীর নিকট হতে উল্লিখিত মাদক ছাড়াও মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল,১টি হেলমেট, ১টি মোবাইল, ২টি সীমাকার্ড উদ্ধার করা হয়।
জানা যায়,আটককৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর, ঢাকা, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাইকারীভাবে ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।
পরে তাকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ শিবচর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৮ জানায় মাদক নির্মুলে তাদের এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।