বুধবার সকালে মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিশ্ব এইডস দিবস পালিত হয়।
এ উপলক্ষে মাদারীপুর সদর হাসপাতাল চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদারীপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার এস.এম. খলিলুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিমুল কুমার সাহা, সিভিল সার্জন মোঃ মনির আহমেদ খান, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিপ্লব বড়ুয়া, মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকরাম হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ নুরুল ইসলাম, নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ পারেসা খাতুন প্রমুখ।