রবিবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার পাচ্চর ইউনিয়নের হোগলারমাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নাম তাইজুল মোল্লা (২৯), পিতাঃ হাজি কুদ্দুস মোল্লা, খলিল মোল্লা (২৬), পিতা জয়নদ্দিন শেখ, এনামুল (২৫), পিতা, শাহাবুদ্দিন শেখ, ইয়াছিন শেখ (২৫) পিতা আজাহার শেখ।সবাই ওই এলাকার বাসিন্দা।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র নিয়ে কয়েকজন লোক এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করি।