স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়,পরিতোষ বাড়ৈ রাস্তা পার হওয়ার সময় একটা মোটরসাইকেল এসে তার উপর উঠে যায়।এতে সে মারাত্মক আহত হন।পরে তাকে কালকিনি হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার শিকার পরিতোষ বাড়ৈ নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়।তবে হাসপাতালে আনার পূর্বেই তিনি মারা যান।
ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে তার মৃত্যুতে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিভূতী ভূষন বাড়ৈ গভীর শোক প্রকাশ করেন।