মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকালে কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে কেক কেটে তাঁর জন্মদিন পালন করেন সংগঠনটির সাংবাদিকরা। এসময় সাংবাদিক সৈয়দ শামীমের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দরা। সৈয়দ শামীম ১৯৭০ সালের ৭ই ডিসেম্বর মাদারীপুরের কালকিনি উপজেলার সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। সৈয়দ শামীম নিষ্ঠার সাথে সাংবাদিকতা করার পাশাপাশি কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা লগ্ন হতে প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
জন্মদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচএম মিলন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ফকির লিটন, সিনিয়র সহ সম্পাদক আশরাফুর রহমান হাকিম, সহ সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক রকিবুজ্জামান, কার্যকরী সদস্য ইব্রাহীম সবুজ ও তরিকুল ইসলাম সুজন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসান।